মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

মহম্মদপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ১৬ মার্চ, ২০২৫, ১৭:২৭:০৮

65
  • মহম্মদপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবের বিরুদ্ধে অভিযোগ এনে বাজে স্লোগান দেয়ার প্রতিবাদে রোববার (১৬ মার্চ) দুপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটিতে বিএনপি সমর্থিত স্থানীয় শতশত নেতা কর্মীর উপস্থিতিতে সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মার্কেটের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা রোডে চার রাস্তার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান, নির্যাতিত নেতা মো. আকতারুজ্জামানের নামে কিছু বাজে মন্তব্য করে স্লোগান দেয়া হয়েছে, আমরা এর প্রতিবাদ জানায়। তাদেরকে হুশিয়ার করে বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগের সাথে আতাত করে তাদের লোকজন নিয়ে মিছিল মিটিংয়ের নামে দলকে ধংস করার চেষ্টা করছেন বা দলের ভাবমূর্তি নষ্ট করছেন, তাদেরকে সাবধান হতে বলেন, তানাহলে ছাড় দেয়া হবে না।

এ সময় বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল হক, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পল্লী চিকিৎসক বাবুল আহমেদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নুর আমীন শিকদার সজিব ও সদস্য সচিব মো. রজব আলী প্রমুখ।

মো. আকতারুজ্জামান জানান, গত শনিবার (১৫ মার্চ) মহম্মদপুর জেলখানা পাড়া জামে মসজিদে ফজরের নামাজ বাদ তিনজন বিএনপি দলীয় কর্মীর মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে কয়েকজনকে ধাওয়া করলে উত্তেজনার সৃষ্টি হয়। ইফতার বাদে বিএনপির কতিপায় লোক আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে আমার নামে কিছু বাজে সে্লাগান দেয়। তার প্রতিবাদে এলাকাবাসী এই মিছিল ও সমাবেশ করেছেন। পরবর্তীতে এরকম আচরণ করলে দাঁতভাঙ্গা জবাব দেবে সাধারণ কর্মী ও জনগণ বলে সমাবেশে সাবধান করে দেয়া হয়েছে।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন