মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

দেশ

নাসিরনগরে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১৬ মার্চ, ২০২৫, ১৬:৪৩:১৬

57
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগরে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইডিয়েল একাডেমি কুন্ডা এর আয়োজনে রোববার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার কুন্ডা ইউনিয়নে অবস্থিত একাডেমির মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

আইডিয়েল একাডেমির চেয়ারম্যান ডা. মোহাম্মদ রোকন উদ্দিন ভূঞা এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, প্রভাষক মানিরুল হোসাইন, মো. আব্দুল সাত্তার, শিক্ষক সাইফুল প্রমূখ। এ সময় উপস্থিত অভিভাবকগণ শিক্ষার মান উন্নয়নে তাদের পরামর্শ প্রদান করেন।

এছাড়াও মতবিনিময় সভায়স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষর্থী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য আগামীর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ছেলে মেয়েদের লেখাপড়ায় মনোযোগী করতে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আইডিয়েল একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন