রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ , ২১ শাওয়াল ১৪৪৬

দেশ

সিরাজগঞ্জে দেওয়াল চাপা পড়ে ২ শ্রমিক নিহত, আহত ৩

সিরাজগঞ্জ অফিস ১৫ মার্চ, ২০২৫, ১৪:৩০:৪৪

120
  • ছবি : নিউজজি

সিরাজগঞ্জ: ড্রেন নির্মানকাজ করার সময় দেওয়াল ধ্বসে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছে। এ সময় আরো ৩ জন আহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগড় ব্যাপারিপাড়ায় এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানান যায়নি।

‎‎সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারী উপ-পরিচালক আব্দুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। মাটির নিচে আরো কেউ চাপা পড়ে আছে কি না তা দেখা হচ্ছে।

‎‎সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়া এলাকায় ড্রেন নির্মানের জন্য খননকাজ করছিল ৫ শ্রমিক। এ সময় পাশ্ববর্তী একটি বাড়ির দেওয়াল ধ্বসে পড়লে চাপা পড়ে ৫ শ্রমিক। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতাল ও একটি ক্লিনিকে প্রেরন করে।

‎‎সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ঠ জেনারেল হাসপাতালে নেয়া হলে এক শ্রমিককে মৃত ঘোষণা করে চিকিৎসক। এছাড়া শহরের মেডিনোভা হাসপাতালে এক শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজনের মরদেহ হাসপাতাল মর্গে ও অন্যজনের মরহেদ স্বজনেরা বাসায় নিয়ে গেছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন