রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ , ২১ শাওয়াল ১৪৪৬

দেশ

মির্জাপুরে উল্টে পড়া ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি ১৫ মার্চ, ২০২৫, ১৪:২৫:৩০

55
  • ছবি : সংগৃহীত

টাঙ্গাইল: মির্জাপুরে মহাসড়কের ওপর উল্টে পড়া আলুর ট্রাকের সনাথে অপর একটি ট্রাকের সংঘর্ষে ইলিয়াস নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থলে থাকা গোড়াই হাইওয়ে থানার ওসিসহ ৬ জন আহত হয়েছে।

শুক্রবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াসের বাড়ি রংপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। 

হাইওয়ে পুলিশ জানায়, মির্জাপুর বাইপাস এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা আলুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাড়কের ওপর উল্টে যায়। খবর পেয়ে ট্রাক উদ্ধার ও আলু অন্য ট্রাকে তোলা হচ্ছিল। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ইলিয়াস নামে এক শ্রমিক মারা যায়। এ সময় ট্রাকের পাশেই থাকা গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট ও ২ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ জানান, ওসিসহ ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক শ্রমিক মারা গেছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন