রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ , ২১ শাওয়াল ১৪৪৬

দেশ

রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি ১৫ মার্চ, ২০২৫, ১৩:৪০:২৬

59
  • ছবি : নিউজজি

রাজশাহী: মহানগরীতে র‌্যাব-৫ এর অভিযানে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত তারেক রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রেলগেট সিএনজি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তারেক রহমান চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি পশ্চিম পাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

র‌্যাব-৫ জানিয়েছে, ২০১৯ সালে শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫/বি ধারায় (ফেনসিডিল পাচার) দায়ের করা একটি মামলার প্রধান আসামি ছিলেন তারেক। মামলায় আদালত চলতি বছরের ১৪ জানুয়ারি তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করে।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তারেক গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন রাজশাহী মহানগরীতে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার সাজাপ্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর তাকে আরএমপি চন্দ্রিমা থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৫ জানিয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন