বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ , ১৮ শাওয়াল ১৪৪৬

দেশ

পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্যক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি ১৫ মার্চ, ২০২৫, ১২:১৮:৩৬

60
  • ছবি : নিউজজি

জয়পুরহাট: জয়পুরহাটে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জয়পুরহাট পাচুরচক দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাইদ। অন্যানের মধ্যে বক্তৃতা করেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা দেলওয়ার হোসেন, ইসলামী গবেষক মওলানা আনোয়ার হোসেন, জয়পুরহাট পূর্ব বাজার জামে মসজিদের খতিব মওলানা সাইদুর রহমান, মাদ্রাসার সাধারণ সম্পাদক রহুল আমিন প্রমূখ।

প্রধান অতিথি ডা. ফজলুর রহমান সাইদ তার বক্তৃতায় বলেন, রমজান মানব জাতিকে একদিকে ত্যাগের মহিমা সম্পর্কে শিক্ষা, যা জাগতিক কল্যান বয়ে আনে, অন্য দিকে রোজাদারকে ক্ষুধার্ত মানুষের কষ্ট উপলব্ধি করতে শেখায়। পাশাপাশি রোজা সুস্থ মানবদেহ গঠনে একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি, যা প্রায় দেড় হাজার বছর পূর্বে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর মাধ্যমে আল্লাহ পাক ইসলাম ধর্মে সন্নেবেশিত করেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেন মাদ্রাসা পরিচালনা পরিষদ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন