বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ , ১৮ শাওয়াল ১৪৪৬

দেশ

নদী থেকে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করলেন ইউএনও

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৫ মার্চ, ২০২৫, ১২:০৭:২৮

51
  • ছবি : নিউজজি

কুড়িগ্রাম: ভূরুঙ্গামারীতে ফুলকুমার নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা নির্বাহী অফিসার। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে পাথরডুবি ইউনিয়নে ফুলকুমার নদীতে ভ্রাম্যামান আদালতের অভিযান পরিচালনা করে ২টি অবৈধ ড্রেজার মেশিন ধবংস করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। এতে থানাঘাট বাজার, থানাঘাট ব্রিজ সহ বেশ কয়েক একর ফসলী জমি ও কয়েকটি ভুমিহীন পরিবার হুমকির মুখে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এনিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। পরে আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যামান আদালত পরিচালনার মাধ্যমে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, ফুলকুমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন