বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ , ১৮ শাওয়াল ১৪৪৬

দেশ

ঈদগাঁওয়ে দুপক্ষের সংঘর্ষের গুলিতে নিহত ১

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ১৫ মার্চ, ২০২৫, ১১:২৮:৩০

53
  • ঈদগাঁওয়ে দুপক্ষের সংঘর্ষের গুলিতে নিহত ১

কক্সবাজার: ঈদগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের পর গুলিতে হাবিবুল হুদা চৌধুরী নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) তারাবির নামাজের পর রাত ১১টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে অ্যাডভোকেট ড. আবিদুল হুদা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল নিহত হাবিবুল হুদা চৌধুরী পক্ষের। এ নিয়ে শুক্রবার দুপুর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়৷ এর জেরে রাতে তারাবির নামাজের পর আবদুর রাজ্জাক পক্ষের ২০-২৫ জনের সশস্ত্র মুখোশধারী দল আকস্মিক হাবিবুল হুদা চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা হাবিবুল হুদা চৌধুরীকে সামনে পেয়ে গুলি করে। তাকে বাঁচাতে সামনে আসা বাড়ির দুই নারীও গুলিবিদ্ধ হয়েছে। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল হুদাকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে দিনভর কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। তারা হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলের কাছেই সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থাকলেও সংঘর্ষ এবং হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান আবদুর রাজ্জাকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় সম্ভব হয়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। জমি নিয়ে বিরোধে চেয়ারম্যান ও নিহত পক্ষের সংঘর্ষের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রচার হচ্ছে। এখনো কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন