বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ , ১৮ শাওয়াল ১৪৪৬

দেশ

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত

রাঙ্গুনিয়ায় (চট্টগ্রাম) প্রতিনিধি ১৫ মার্চ, ২০২৫, ১১:১৯:৪৩

41
  • ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শোয়াইব ইসলাম নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোয়াইব কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল এবং তার বাড়ি উপজেলার কোদালা ইউনিয়নে।

জানা যায়, শোয়াইব মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে শোয়াইবের মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার (ওসি, তদন্ত) সুজন হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন