বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ , ১৮ শাওয়াল ১৪৪৬

দেশ

কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি ১৫ মার্চ, ২০২৫, ১১:১১:০৫

56
  • কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

টাঙ্গাইল: কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার কস্তুরিপাড়া সিংনা আঞ্চলিক সড়কে ও রাত ৮টার দিকে জোকারচর বালুরঘাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ২ জনের মধ্যে একজন কিশোর। তার নাম লিটন। সে একই উপজেলার কুটুরিয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। আর অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম জানান, বিকেলে কস্তুরিপাড়া সিংনা নোয়াবাড়ী আঞ্চলিক সড়কে বালুভর্তি চলন্ত একটি ট্রাকের ওপর থেকে পড়ে যায় শ্রমিক লিটন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, কালিহাতীর জোকারচর বালুর ঘাটে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন