বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ , ১৮ শাওয়াল ১৪৪৬

দেশ

নির্যাতিতদের তথ্য সংগ্রহ ও সেবা নিশ্চিতে সেল গঠন করেছে বিএনপি

নিউজজি প্রতিবেদক ১৪ মার্চ, ২০২৫, ১৫:০৯:৪০

70
  • ছবি: সংগৃহীত

ঢাকা: সারাদেশে নারী ও শিশু নির্যাতনের তথ্য সংগ্রহ, আইনি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘বিশেষ সেল’ গঠন করেছে বিএনপি। দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই সেলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (১৪ মার্চ) সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী বলেন, গত ১৫ বছরের বিচারহীনতার সংস্কৃতির রেশ ধরে দেশে এখনও ধর্ষন এবং নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু অন্তর্বর্তী সরকার তৃণমূলে প্রত্যাশিত আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি।

তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পাবে। এ সময় মাগুরায় ধর্ষণের ঘটনাসহ সকল ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার দ্রুত বিচারের দাবিও জানান তিনি।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন