মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

রমযানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে: ডা. সুজাউল করিম

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ১৩ মার্চ, ২০২৫, ১২:২৪:৫৮

42
  • ছবি : নিউজজি

জয়পুরহাট: মহান আল্লাহ রমযান আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার জন্য দান করেছে। তাই এ মাসে সিয়াম-কিয়ামসহ বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধ্যমে নিজেদের নাজাতের পথ তৈরি করতে হবে। তিনি রমযানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহ্বান জানান।

বুধবার (১২ মার্চ) বিকেলে পাঁচবিবির বালিঘাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামের আমীর ডা. সুজাউল করিম এসব কথা বলেন। 

বালিঘাটা ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. কবির হোসেন এর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী মো. বাবুল হোসেন এর সঞ্চালনায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. আবু সুফিয়ান (মুক্তার) ও বালিঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. খায়রুজ্জামান চৌধুরী।

আরো বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. নূর বক্স মন্ডল ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. আরিফুল ইসলাম রাজু প্রমুখ।

বিশেষ অতিথি আবু সুফিয়ান (মুক্তার) বলেন, দেশকে অপশাসন-দুঃশাসন মুক্ত করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে। অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। জীবনের সকল ক্ষেত্রে ইসলামের যথাযথ অনুসরণ করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শেষে দোয়া মুনাজাত ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন