মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

রানীশংকৈলে কুলিক নদীতে থেকে শিশুর মরদেহ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১৩ মার্চ, ২০২৫, ১২:২০:৪১

247
  • ছবি : নিউজজি

ঠাকুরগাঁও: রানীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রহমতুল্লাহ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১২ মার্চ) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রহমতুল্লাহ উপজেলার রাউতনগর মধ্যপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে এবং রাউতনগর মুনলাইট স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রমতে, ঘটনার দিন দুপুরে রহমতুল্লাহ স্কুল থেকে বাড়ি ফিরে। এরপর সে ও তার এক বন্ধু বাড়ির পাশে কুলিক নদীতে ব্রিজের নির্মাণ কাজ দেখতে যায়। এ সময় দুই বন্ধু মিলে কুলিক নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে রহমতুল্লাহ নদীর গভীর পানিতে তলিয়ে যায়। অদূরে থাকা তার বন্ধুটি রহমতুল্লাহকে দেখতে না পেয়ে ভয়ে বাড়ি চলে যায়। পরে পরিবাররের লোক রহমতুল্লাহকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় তার বন্ধুর কাছে নদীতে গোসল করতে যাওয়ার ঘটনাটি জানতে পারে। সাথে সাথে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজের ৬ ঘণ্টা পর রাত ৮টায় কুলিক নদী থেকে রহমতুল্লাহ মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, আমরা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশু রহমতুল্লাহ মরদেহ কুলিক নদী থেকে উদ্ধার করি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন