মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১৩ মার্চ, ২০২৫, ১২:০৪:৪০

99
  • ছবি : নিউজজি

সিরাজগঞ্জ: রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন অবৈধ একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। অপর এক ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অদিপ্তরের যৌথ উদ্যোগে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. খাদিজা খাতুনের নেতৃত্বে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান করা হয়।

এ সময় উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে অবস্থিত মামা ভাগ্নে ব্রিকসে চিমনী সম্পূর্ন ভেঙে দেয়া হয়। এরপর একই ইউনিয়নের খামারগাতী গ্রামের মেসার্স প্রত্যয় ব্রিকস ইটভাটায় ৩ লাখ টাকা জরিমান আদায় করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ-এর পরিদর্শক শাহিন আলম প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. খাদিজা খাতুন বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানিয়েছেন, পরিবেশ দূষণ রোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনের আহ্বান জানিয়েছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন