মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে: আব্দুস সালাম

রাজশাহী প্রতিনিধি ১৩ মার্চ, ২০২৫, ১১:৫৮:৩৫

39
  • ছবি : নিউজজি

রাজশাহী: একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা চেষ্টা করছে বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার। কিন্তু সেই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ৫ আগস্টের ৭ মাস পরও রাজনৈতিক ধুম্রজাল বিস্তার করে রাখা হয়েছে। সবাই আমাদের প্রশ্ন করেন নির্বাচন হবে কবে? কীভাবে হবে? রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও ছিল, এখনো হচ্ছে জানিয়ে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, যারা নির্বাচন পেছাতে চান, নির্বাচনের সময় যারা পেছনে নিয়ে যেতে চান, তাদের ব্যাপারে সন্দেহ আছে, তারা আবার আওয়ামী ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চান কিনা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর লড়াই করেছেন, লাঞ্ছিত হয়েছেন। তারপরও সবকিছু ধৈর্যের সঙ্গে অবলোকন করছেন। প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেননি, যাতে দেশের আর্থসামাজিক অবস্থার অবনতি না হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, ওবায়দুর রহমান চন্দন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শ্যামল। সভায় রাজশাহী বিভাগের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

গত ৫ আগস্টের পরের রাজনীতির মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয় এই সভায়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন