মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

বরিশাল পুলিশের এডিসি রাশেদুল ৪ দিন ধরে নিখোঁজ

বরিশাল অফিস ১৩ মার্চ, ২০২৫, ১১:০৭:০৫

79
  • ছবি : সংগৃহীত

বরিশাল: মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম ৪ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি কেনো কর্মস্থলে আসছেন না এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য নেই।

জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ। সে ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি বিএমপি পুলিশের এডিসি রাশেদুল ইসলাম। ওই মামলায় তার বিরুদ্ধে একটি আদালতে ওয়ারেন্ট হয়। গ্রেপ্তার এড়াতে তিনি নিজেকে আত্মগোপন করে থাকতে পারে বলে মনে করছে বিএমপি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গত রোববার থেকে কর্মস্থলে আসছেন না অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না।

তিনি আরো বলেন, খোঁজ নিয়ে জানা গেছে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় রাশেদুল ইসলামকে আসামি করা হয়েছে। ওই মামলায় ঢাকার একটি আদালতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি পুলিশ হেড কোয়ার্টার্সকে টিঠি দিয়ে জানানো হয়েছে। এ বিষয়ে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। 

পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, গত রোববার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে নগরের শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান এডিসি রাশেদুল ইসলাম। তারপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের সময় তিনি ঢাকার খিলগাঁও জোনে এডিসি হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন। ওই সময়ে ঢাকার রামপুরা এলাকায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা এক ছাত্রকে গুলি করার ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি এডিসি রাশেদ। ঢাকার মামলায় গ্রেপ্তার থেকে বাঁচতে বরিশাল থেকে তিনি পালিয়ে গেছেন, এমন খবর শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন এডিসি রাশেদুল ইসলাম।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন