মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

নিউজজি প্রতিবেদক ১২ মার্চ, ২০২৫, ১৩:২০:১৮

67
  • ছবি : সংগৃহীত

গাজীপুর: সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চার ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। এরপর মহাসড়কটিতে যান চলাচল শুরু হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। কারখানায় আসার পথে ট্রাকের চাপায় এক নারী শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ও বিচারের দাবিতে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

নিহত পোশাক শ্রমিকের নাম জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২)। তিনি স্থানীয় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিক।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে কাজে যোগ দিতে কারখানায় আসছিলেন জান্নাতুল। পথে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় পৌঁছালে কারখানার কাছাকাছি একটি ট্রাকের চাপায় তিনি মারা যান। এর প্রতিবাদে সকাল ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুলের বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে তিনি এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু ছুটি না দিয়ে কারখানার থেকে দেওয়া পরিচয়পত্র রেখে দিয়ে তাকে বিদায় করে দিলে তিনি বাড়ি চলে যান। বুধবার সকালে কারখানায় আসার সময় তিনি ট্রাক চাপায় মারা যান। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা ।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ্ আহমেদ গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। দাবি মেনে নেয়া হলে ১২টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যান চলাচল শুরু হয়।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন