মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক পরিবহন শ্রমিকদের

নিউজজি ডেস্ক ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫:৫৫:১০

54
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সুনামগঞ্জে বুধবার (২০ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছে সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মানববন্ধনে এই কর্মবিরতির ঘোষণা দেয় মালিক শ্রমিক পরিবহনের নেতারা।

তারা জানান, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৫ মাস আগে একটি এসি বাস কেনা হয়। শ্রমিকদের বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধা প্রয়োগ করে বাস মালিক সমিতি। ফলে অনেক চেষ্টা ও দীর্ঘদিন ধরে সমিতির সংশ্লিষ্টদের কাছে ধর্না দিয়ে বাস চলাচলে অনুমতি না পাওয়ায় বুধবার থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলার ৬টি পরিবহন সংগঠন।

এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন