মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

৭০০ হেক্টর জমিতে পিঁয়াজ উৎপাদন : দাম কম হওয়ায় কৃষক হতাশ

নওগাঁ প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪:৪৯:৩৫

143
  • ৭০০ হেক্টর জমিতে পিঁয়াজ উৎপাদন : দাম কম হওয়ায় কৃষক হতাশ

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার ৮ ইউনিয়নে ৭০০ হেক্টর জমিতে পিঁয়াজ উৎপাদিত হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। সূত্রমতে কুন্দ পিঁয়াজ (পাতাসহ পিয়াজ) ৪৭০ হেক্টর এবং চারা পিয়াজ ২৩০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। ৫নং কোলা ইউনয়নের মো. এজোয়ার হোসেন টুকু, মো. ফজলুর রহমানসহ কতিপয় কৃষক বলেন, প্রতি বিঘা জমিতে পিঁয়াজ উৎপাদন খরচ পড়েছে ৩৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা।

তারা আরও জানান প্রতি বিঘার জন্য শুধু পিঁয়াজ বীজ ক্রয় করতে ৮ থেকে ১০ হাজার টাকা লেগেছে। এছাও তারা বলেন প্রতি বিঘায় ৫০ থেকে ৬০ মন করে পিঁয়াজের ফলন হয়েছে এবং বর্তমান হাঁট বজারে ৯ শত টাকা থেকে ১১০০/- টাকা মন দরে পিয়াজ বেচা কেনা করা হচ্ছে। এতে করে কৃষকের লাভ না হয়ে বরং লোকশান হচ্ছে। 

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, এবার প্রতি হেক্টর জমিতে ২০ থেকে ২৫ টন হারে পিঁয়াজের ফলন হয়েছে। তিনি আরও বলেন বর্তমানে হাঁট বাজারে ১৫ টাকা থেকে ২০ টাকা কেজি দরে পাইকারী পিঁয়াজ ও খুরচা ৩০ টাকা কেজি দরে পিয়াজ বেচা কেনা করা হচ্ছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন