সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য খোকনেশ্বর ত্রিপুরা গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩:২৯:৩৮

55
  • ছবি : নিউজজি

খাগড়াছড়ি: জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য খোকনেশ্বর ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের সুইচ গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোকনেশ্বর ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে দুই দফা সদস্য ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, পুলিশের প্রতিদিনের মতো অভিযান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। খোকনেশ্বর ত্রিপুরার বিরুদ্ধে গত বছরের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার উপর হামলা ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাসভবনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আরো বেশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত পৌনে এক শতাধিক আওয়ামী লীগ ও অংগ-সহযোগি সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন