সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

খাগড়াছড়িতে পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩:০৭:৪৩

51
  • ছবি : নিউজজি

খাগড়াছড়ি: পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে “পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” এর শুভ উদ্বোধন এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উক্ত টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পেশাগত কাজের পাশাপাশি খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে, কর্মস্পৃহা বাড়ায় ও পারস্পরিক সম্পর্ক উন্নত করে।

জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে ভ্রাতৃত্ব বোধকে আরো দৃঢ় করে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে মোট ৮টি দল অংশ নিচ্ছে।

উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তফিকুল আলম, সহকারি পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) অমিত কুমার দাশ, সহকারি পুলিশ সুপার (এসএএফ) সৈয়দ মুমিদ রায়হানসহ খাগড়াছড়ি জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন