সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

রাজশাহীতে পরকীয়ার জেরে চা বিক্রেতা খুন, নবদম্পতির স্বীকারোক্তি

রাজশাহী প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩:০৩:০৫

61
  • ছবি : নিউজজি

রাজশাহী: নতুন বিল সিমলা এলাকায় চা বিক্রেতা মাসুদ রানা হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত নবদম্পতিকে গ্রেপ্তার করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রানা ও তার স্ত্রী মোসা. বেলী বেগম। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার রানা রাজশাহী জেলার দূর্গাপুর থানার আলীপুর গ্রামের খোকন আলীর ছেলে ও তার স্ত্রী বেলী বেগম রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়ার মো. মেরাজ উদ্দিনের মেয়ে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদ রানা এক বছর ধরে রাজপাড়া থানার নতুন বিল সিমলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ফুটপাতে চায়ের দোকান চালাতেন। গত ১৩ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর তার বাবা আবু বাক্কার বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় রাজশাহীর দুর্গাপুর থানার আলীপুর গ্রাম থেকে অভিযুক্ত মো. রানা ও তার স্ত্রী বেলী বেগমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের পিঁড়াও উদ্ধার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, মাসুদ রানার স্ত্রী ক্যানসারে মারা যাওয়ার পর তিনি একাই বাসায় থাকতেন। সেই সুবাদে তার দোকানের কর্মচারী রানার স্ত্রী বেলী বেগমকে নিয়ে একই বাসায় থাকতে শুরু করেন। একপর্যায়ে মাসুদ রানা ও বেলী বেগমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে মো. রানা মাসুদ রানাকে বেসিনের কাছে ফেলে কাঠের পিঁড়ি দিয়ে আঘাত করেন এবং বেলী বেগমের সহায়তায় তাকে হত্যা করেন।

জিজ্ঞাসাবাদ শেষে ১৭ ফেব্রুয়ারি গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন