মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি; ৫ হাজার জরিমানা

টুঙ্গিপাড়া প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯:৩১:০৭

357
  • টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি; ৫ হাজার জরিমানা

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স ও খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যায় উপজেলার চরগোপালপুর বাজারের ব্যবসায়ী হামিম শেখকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক। অভিযানে তার দোকান থেকে ৭৫০ কেজি মেয়াদ উত্তীর্ণ মাছের খাবার জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ইউএনও মঈনুল হক বলেন, মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স ও মৎস্য অধিদপ্তরের খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৭৫০ কেজি মেয়াদোত্তীর্ণ মাছের খাবার জব্দ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নষ্ট করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন