মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

পঞ্চগড়ে সাবেক ভাইস চেয়ারম্যানসহ আ.লীগের ৩ নেতা গ্ৰেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৭:৪৬:০৪

87
  • ছবি : নিউজজি

পঞ্চগড়: দেবীগঞ্জে চলমান ডেভিল হান্ট অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মনু সহ ৩ আওয়ামী লীগ নেতাকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্ৰেপ্তার করা হয়।

গ্ৰেপ্তারকৃতরা হলেন—দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনু, দেবীডুবা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি আবু হানিফ, দন্ডপাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র রায় গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে গতকাল ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে যুবলীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মনু ও দেবীডুবা ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি আবু হানিফকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এবং দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ইয়াকুব আলীকে নির্বাচনি সহিংসতার মামলায় গ্ৰেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন