মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

মানিকগঞ্জে যুবদলের সভাপতির অবৈধ মাটির ব্যবসা

মানিকগঞ্জ প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৭:০৩:৪৫

183
  • ছবি : নিউজজি

মানিকগঞ্জ: সদর উপজেলাধীন হাটিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করছেন। এতে হুমকিতে পড়েছে আশেপাশের ৩ ফসলি কৃষি জমি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া মোড়ের পাশে ফসলি জমির উপর ডাইব্রেশন করে, ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করছেন। ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় এক প্রকার ক্ষমতার দাপট দেখিয়ে প্রশাসনের অনুমতি ব্যতীত তিনি এসব কাজ করে যাচ্ছে। মাটি পরিবহনে মাহেন্দ্র ট্রলি ব্যবহার করার কারনে গ্রামীণ সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্ত। অবৈধ মাহেন্দ্র চলাচলের কারণে ধুলায় আচ্ছন্ন হয়ে গেছে এলাকা।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক জানান, দলীয় প্রভাব বিস্তার করে কেউ যদি কোনো অবৈধ কাজ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

অবৈধভাবে মাটি কাটার বিষয়ে হাটিপারা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, বিগত সময় আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমার মাটি কাটার অনুমতি ছিলো কিন্তু কাটতে দেয়নি। এখন সুযোগ আমার এখন তো কাটবই, আমি নিজের জমি কাটছি।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিক্তা খাতুন বলেন, হাটিপাড়া ইউনিয়নে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে সকালে আমার নায়েবকে পাঠিয়ে বন্ধ করতে বলেছি। এর পরেও যদি মাটি কাটে তাহলে আমি নিজে গিয়ে ব্যবস্থা নিবো।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন