মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

পাঁচবিবিতে এনআরবিসি ব্যাংক উপ-শাখার শুভ উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৬:৫৫:৩৮

81
  • ছবি : নিউজজি

জয়পুরহাট: জীবনের প্রতিটি মুহূর্তে প্রবাসীর স্বপ্ন ও গ্রাহক সেবার প্রত্যয় নিয়ে ইসলামিক ব্যাংকিং সুবিধা দিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লাঙ্গলহাটি প্রাঙ্গনে এনআরবিসি ব্যাংক (পিএলসি) পাঁচবিবি উপশাখার নতুন স্থানে স্থানান্তরের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর সদর তিনমাথা টু পাঁচমাথা সড়কের পূর্বপাশে খান মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংক প্রাঙ্গনে এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক নওগাঁ ও জয়পুরহাট জেলার এরিয়া হেড শ্যামল চন্দ্র বর্মন।

জয়পুরহাট উপশাখার শাখা প্রধান প্রিন্সিপাল অফিসার মো. তৈয়বুর রহমানের সঞ্চালনায় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন পাঁচবিবি উপ-শাখার ম্যানেজার মো. আল আমিন সজল।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্সের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মণ্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, বালিঘাটা বহুমুখী সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক বাবু, দলিল লেখক সমিতির সভাপতি অমল প্রসাদ পান্ডে, গ্রাহক ডা. ইকবাল হোসেন ও পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।

শেষে ফিতা কেটে এ ব্যাংকের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন