মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

আশুলিয়ায় গাড়িচাপায় এক পোশাক শ্রমিক নিহত

সাভার প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৬:৪৬:১৬

104
  • আশুলিয়ায় গাড়িচাপায় এক পোশাক শ্রমিক নিহত

সাভার: আশুলিয়ায় অজ্ঞাত গাড়িচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম রাবেয়া আক্তার। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া আক্তার রংপুর জেলার পীরগাছা থানার দাদন দোলাপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে এবং তিনি আশুলিয়ার পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে ডিইপিজেডের টাইগারকো লিমিটেড কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, সকালে রাস্তা পারাপারের সময় রাবেয়া আক্তারকে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে রাবেয়াকে উদ্ধার করে প্রথমে হাবিব হাসপাতাল পরে গণস্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। তবে কর্তব্যরত চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভার হাইওয়ে থানার পরিদর্শক সওগাতুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন