মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

হোসাইনী ওয়েলফেয়ার এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত

নিউজজি প্রতিবেদক ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯:৩৫:৫৬

3K
  • ছবি : নিউজজি

ঢাকা: সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সংগঠন হোসাইনী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর  ২০২৫-২৮ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সাত রওজার মোহাম্মাদী বেগম ওয়াক্ফ এস্টেট ইমামবাড়ায় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সকল সদস্যবৃন্দ ভোট প্রদান করেন। 

নির্বাচনে হোসাইনী ওয়েলফেয়ার এসোসিয়েশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজহার হোসেন শিবতে। সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ ফাইয়াজ আলী। 

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হযেছেন  সাইয়্যাদ আলী বেহরোজ, সাইয়েদ নাইম হোসেন, সৈয়দ আতাহার আলী , যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোক্তার আব্বাস (রামিজ), সৈয়দ আশেক আলী, সাংগঠনিক সম্পাদক  সৈয়দ ফারহান হোসেন, কোষাধ্যক্ষ মির্জার জুলফিকার আলী জোসেফ, সহকারি কোষাধ্যক্ষ মির্জা কাওয়েশ আলী, দপ্তর সম্পাদক মির্জা মোহাম্মদ তানজিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ইয়াসিন আব্বাস।

উক্ত নির্বাচনটি শান্তিপূর্ণ ভাবে পালনে দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন হোসেন দালান ম্যানেজমেন্ট কমিটির সদস্য সৈয়দ বশির আলী। সহকারী কমিশনার হিসেবে ছিলেন মির্জা ইমদাদ আলী, মির্জা ফিরোজ হোসেন, মির্জা ফারুক হোসেন, সৈয়দ ফাসি হোসেনসহ আরো ৮ জন।

নিউজজি/জাহো

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন