মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

পীরগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় আটক ৫

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৭:৪০:৫৩

100
  • ছবি : নিউজজি

ঠাকুরগাঁও: পীরগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৫ জনকে আটক করেছে বাংলাদেশ বার্ডার গার্ড (বিজিবি)। এ সময় পালিয়ে যায় আরো ৪ জন। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামের ববি রায়, অন্তর রায়, অপু রানী, কবিতা রাণী রায় ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া।

পলাতকরা হলেন- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জঙ্গলীপীর গ্রামের কংকর চন্দ্রের ছেলে সমারু, হেকাম উদ্দিনের ছেলে আব্দুর সোবহান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মধ্য ভবানীপুর গ্রামের মৃত বাহের উদ্দিনের ছেলে কফিল উদ্দিন, মৃত আব্দুল কাফির ছেলে জিয়াউর রহমান।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের নওডাঙ্গা গ্রামের ৩৩২/৮ এস পিলার এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ৯ জন নারী-পুরুষ। এ সময় বিজিবি টহল দল ওই ৫ জনকে আটক করে। আর পালিয়ে যায় ৪ জন।

এ ঘটনায় আটক হওয়া ৫ জন এবং পালিয়ে যাওয়া ৪ জনের নামে বিজিরি পক্ষ থেকে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(১)ক/১১/২ ধারায় পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন