মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

মোহাম্মদপুরে সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক ১৫

নিউজজি প্রতিবেদক ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৭:১৬:৫২

91
  • ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ‘গোল্ডেন গ্যাং’ লিডার রাকিবসহ ১৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে তাদের আটক করে সেনাবাহিনী। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী জানায়, সম্প্রতি গ্যাংটির লিডার গোল্ডেন রাকিবের অপরাধমূলক কর্মকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়। পরে ঢাকা উদ্যান এলাকার একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে রাকিব গ্যাংয়ের অন্যান্য সদস্যদের তথ্য দেয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অপর সদস্যদের আটক করা হয়।

বাহিনীটি আরও জানায়, আটককৃতদের কাছ থেকে দুটি সামুরাই, দুটি ছুরি, একটি দেশীয় অস্ত্র, ১ লিটার বাংলা মদ, আটটি বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। তারা এই অস্ত্রগুলো দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যমক্রম পরিচালনা করতো।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন