মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

দেশ

সরাইলে অপ-সাংবাদিকতা রোধে আলোচনা সভা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫:৩৩:২৯

321
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলা আইনশৃঙ্খলা অন্তর্ভুক্ত ৩টি সাংবাদিক সংগঠন সরাইল প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটি এবং টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ভুয়া সাংবাদিক ও অপ-সাংবাদিকতা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সরাইল প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সকালের সময় প্রতিনিধি মো. শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. আলমগীর মিয়া, সরাইল রিপোর্টাস ইউনিটির সভাপতি দৈনিক ভোরের পাতা প্রতিনিধি নূরুল হুদা ও সহ-সভাপতি বাংলা টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম সুমন, সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক বিজয় টিভি প্রতিনিধি মো. মাসুদ মিয়া।

আলোচনা সভায়, পেশাদার সাংবাদিকতা ভাবমূর্তি রক্ষায় ও ভুয়া সাংবাদিক এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধের জন্য সকলেই স্বস্ব বক্তব্য তুলে ধরেন এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধ করার জন্য সকল প্রকৃত সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ সময় সরাইল প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকা প্রতিনিধি শামসুল আরেফিন ও সরাইল উপজেলা প্রেসক্লাবে কার্যকরী সদস্য ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি মো. রিমন খান উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন