সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

লক্ষ্মীপুরে পোড়া বাড়িতে বাধাহীন লুটপাট

লক্ষ্মীপুর প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৬:৪৩:৩৯

661
  • লক্ষ্মীপুরে পোড়া বাড়িতে বাধাহীন লুটপাট

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিক্ষুব্ধ জনতার দেয়া আগুন ও এক্সকেভেটর দিয়ে আওয়ামী লীগ নেতাদের বাড়িগুলো ভাঙার পর চলছে বাধাহীন লুটপাট।

ছেনি-হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে জানালা, বারান্দার গ্রিল। হ্যাসকো ব্লেড দিয়ে কাটা হচ্ছে রড। গতকাল রাত থেকে লুটপাটের পর এখনও অবশিষ্ট যা কিছু আছে সেটাও যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে, এতে নেই কারও বিন্দুমাত্র ভ্রুক্ষেপ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ছাত্র হত্যার প্রধান আসামি একেএম সালাহ উদ্দিন টিপু যে বাড়ির ছাদ থেকে গুলি করেছিলো সে বাড়িতে গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পুনরায় অগ্নিসংযোগ ও এক্সকেভেটর দিয়ে ভাঙা হয়েছে। ভাঙার পর ভেতরের আসবাবপত্র, ইলেকট্রিক পণ্য এবং রড, গ্রিল, জেনারেটরসহ অনেকেই অনেক কিছু নিয়ে যাচ্ছে।

একই চিত্র দেখা গেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড.নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদ উন-নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের বাসাতেও।

এড. নয়ন ও সোহেল এর বাসা পুড়িয়ে দেয়ার পর ভেতরেও ভাঙচুর করা হয়েছে। এসময় সোহেলের বাসা থেকে নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে গেছে যে যার মতো।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, সাবেক ছাত্রলীগ নেতা লোটাসের বাড়িতে রাতে বিক্ষুব্ধ জনতা আগুন দেয়ার পর সকালে তার ছোটোবোন এসে গেটে তালা ঝুলিয়ে দেয়। যেন কেউ এসে আর ভাঙচুর করতে না পারে।

শাওন নামে এক কিশোর বলেন, আমি শুধু টিপুর বাসা থেকে একটা জেনারেটর নিয়েছি। এটার দাম অনেক। পুরাতন হিসেবে বিক্রি করলেও প্রায় লাখ দশেক টাকা পাব। এই পুরাতন জিনিস লক্ষ্মীপুরে বিক্রি হয় না। এটি আমি চট্টগ্রামে নিয়ে বিক্রি করব।

রুবেল নামে আরেকজন জানান, আমি শুধু ভাগে একটা গ্রিল পেয়েছি। অনেকেই অনেক কিছু নিয়েছে। এই গ্রিলটা নিয়ে এখন ভাঙারির দোকানে বিক্রি করব।

কাশেম নামক স্থানীয় এক ব্যবসায়ী জানান, ভাই কেউ কিছু বলছে না। না পুলিশ, না প্রশাসন। কারো কোনো মাথা ব্যথা নেই। কেউ পাহারাও দিচ্ছে না। কিছু বলছেও না। যে যার মত পারছে নিয়ে যাচ্ছে ভেঙেচুরে।

আওয়ামী লীগের এসব নেতাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো ভূমিকা চোখে পড়ছে না। পোড়া বাড়িতে লুটপাটে একেবারেই বাধাহীন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন