সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শিক্ষক-পুলিশ মুখোমুখি

নিউজজি প্রতিবেদক ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৬:৩৫:৩৫

79
  • ছবি : সংগৃহীত

ঢাকা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি প্রার্থীরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হন। দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। এসময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

এর আগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুই বিচারপতি হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

প্রেসক্লাব থেকে আন্দোলনরত প্রাথমিকের শিক্ষকরা প্রতিবাদ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন। তারা খুব যমুনার খুব কাছাকাছি পোঁছালে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এসময় লাঠিচার্জ ও জলকামান দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে তারা।

এর আগেও এসব প্রার্থীরা যোগদানের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিলেন। তাদের দাবি চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগপত্র পাওয়ার আগে তা স্থগিত করা হয়। 

সবশেষ খবর পাওয়া পর্যন্ত, আন্দোলনরত শিক্ষকদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন