সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

বেলকুচিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৬:৩২:৪৯

155
  • বেলকুচিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার শেরনগর গ্রামে পুকুর থেকে আয়নাল হোসেন (৪০) নামের একজনের  মরদেহ  উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।

শুক্রবার দুপুরে  পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আয়নাল হোসেন কামারপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি গত ১০ দিন ধরে নিখোঁজ ছিল।

স্থানীয় লুকের মন্ডল জানান , সকালে নৌকা নিয়ে পুকুরে মধ্যে কচুরি কাটতে যায় হঠাৎ মানুষের মত হাত দেখতে পায়। পরে বিষয়টা স্থানীয় লোকজন দের জানিয়ে পুলিশকে খবর দিলে সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতর ভাই ময়নাল হোসেন জানান, আমার ভাই মানসিক ভাবে একটু অসুস্থ ছিল। পারিবারিক ভাবে তার শ্বশুর বাড়ির সাথে বেশ কিছু দিন ধরে ঝামেলা চলছিলো। কিছু দিন আগে তার শ্বশুর বাড়ির লোকজন মারধর করেছে।

এ বিষয়ে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জাকেরিয়া বলেন, পুকুরের মধ্যে মরদেহ  দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে আমরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে করি। তার পরিচয় মিলেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন