সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৬:২৩:২৫

74
  • যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন

মুন্সীগঞ্জ: তরুণ মেধাবী ছাত্র-ছাত্রী, বেকার ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগরে এফ. আর. কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মালখানগর চৌরাস্তা জমজম টাওয়ারের নীচতলায় এর উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার এ্যাডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (বিসিইডস) পরিচালক (অর্থ) মোহাম্মদ ইকবাল হাসান।

আশরাফুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফ. আর. কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ ফয়সাল। কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মো. রাহাত খানের সার্বিক তত্ত্বাবধানে দোয়া পরিচালনা করে মাওলানা মুফতি মাহমুদুল হাসান।

এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মাওলানা আব্দুল আউয়াল জিহাদী, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক, মুন্সীগঞ্জ জেলা যুবদল সাবেক

যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সমাজ সেবক তসলিম উদ্দিন শেখ, মালখানগর ডিগ্রী কলেজ গভর্নিং বডি সাবেক সদস্য মহিউদ্দিন আহমেদ, মালখানগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জামান, মালখানগর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা এবিএম মহিউদ্দিন, মালপদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, বয়রাগাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেন্টু মিয়া।

আরও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুস সামাদ মোড়ল, মালখানগর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক হুমায়ুন খান, হেলথ কেয়ার হাসপাতালের পরিচালক মুক্তার হোসেন, মালখানগর চৌরাস্তা বাজার বণিক সমিতির সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক রতন বেপারী প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন,তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়নসহ তরুণ মেধাবী ছাত্র-ছাত্রী, বেকার ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কাজের উপযোগী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য। কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে নিয়ে একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ে তুলতে এই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট সহায়ক ভূমিকা রাখবে।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন