সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

নিউজজি প্রতিবেদক ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৮:১৫:২৩

75
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এ বছর একুশে পদক পাচ্ছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

একুশে পদক ২০২৫ এর জন্য মনোনীত ব্যক্তিরা হলেন আজিজুর রহমান (মরণোত্তর)—শিল্পকলা (চলচ্চিত্র), উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর)—শিল্পকলা (সংগীত), ফেরদৌস আরা—শিল্পকলা (সংগীত), নাসির আলী মামুন—শিল্পকলা (আলোকচিত্র), রোকেয়া সুলতানা—শিল্পকলা (চিত্রকলা), মাহফুজ উল্লা (মরণোত্তর)—সাংবাদিকতা, মাহমুদুর রহমান—সাংবাদিকতা ও মানবাধিকার, ড. শহীদুল আলম—সংস্কৃতি ও শিক্ষা, ড. নিয়াজ জামান—শিক্ষা, মেহেদী হাসান খান—বিজ্ঞান ও প্রযুক্তি, মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)—সমাজসেবা, হেলাল হাফিজ (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য, শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য এবং মঈদুল হাসান—গবেষণা।

এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন