সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

১৮ বছর পর রাণীশংকৈলে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৭:৩৪:০৯

151
  • ছবি : নিউজজি

ঠাকুরগাঁও: রাণীশংকৈলে জেলা ছাত্র শিবিরের আয়োজনে ও রাণীশংকৈল ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণে প্রায় ১৮ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) শিবদীঘি যাত্রী ছাউনি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে পৌর শহরের বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে শিবিরের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা বাংলাদেশের একটি বিশাল বড় জাতীয় পতাকা মাথায় নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন। শেষে বন্দর চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, সেক্রেটারী আনিস আহম্মেদ, সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি অধ্যক্ষ শাহাজালাল জুয়েল ও সেক্রেটারী অধ্যক্ষ মতিউর রহমান, রাণীশংকৈল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোকাররম হোসেন ও সাবেক সভাপতি সাব্বির হোসেন প্রমূখ।

এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন ছাত্রশিবিরের নেতাকর্মীরা র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন