সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

চাঁদপুরে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নিউজজি ডেস্ক ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৭:২৭:৫৬

96
  • চাঁদপুরে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ঢাকা: চাঁদপুরের কচুয়া উপজেলার ছোট ভবানীপুর এলাকায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম ফারুক হোসেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে কচুয়া থানা পুলিশ।

নিহত ফারুক হোসেনের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তবে বিয়ের পর শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার লক্ষ্মীপুর-রহমতগঞ্জ গ্রামে স্ত্রী ও ৩ সন্তান নিয়ে থাকতেন।

স্থানীয় ইউপি সদস্য আবু ছাইদ বলেন, সড়কের পাশে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়।

ফারুকের পরিবার জানিয়েছে, সে নতুন অটোরিকশা কিনেছিল। চোর চক্র তাকে নির্জন স্থানে নিয়ে এসে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। ফারুক চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মুদাফফরগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার অটোচালক ছিলেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, মরদেহের গলায় একটি দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় চোর চক্র। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলবে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন