সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

‘শেখ হাসিনা বাংলাদেশকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছিল’

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৭:১৭:২৬

154
  • ছবি : নিউজজি

চট্টগ্রাম: আমাদের প্রিয় জম্মভূমিকে জুলাই ও আগষ্ট বিপ্লবের মধ্যে দিয়ে আমরা জনগণের বাংলাদেশে পরিণত করার দিকে অগ্রসর হচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি না হলেও শেখ হাসিনা বাংলাদেশকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহ জাহান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া আদর্শ মহিলা মাদরাসা মাঠে আয়োজিত মিথ্যা মামলার আসামি ও কারা নির্যাতিত আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আহত নিয়ে প্রীতিভোজ ও মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমাদের দামাল সন্তানেরা আগষ্ট বিপ্লব ও জুলাই বিপ্লবে বিরোচিত ভূমিকা পালন করে ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। এই ফ্যাসিবাদ আর বাংলাদেশে ফিরে আসতে পারে না, আমরা বাংলাদেশে ফিরে আসতে দিবো না।

চট্টগ্রাম মহানগরীর আমীর শাহ জাহান চৌধুরীর সভাপতিত্বে জামায়েত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, কর্মপরিষদ সদস্য আসাদুল্লাহ ইসলামাবাদী, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আসিফুল্লাহ আরমানসহ অনেকে বক্তব্য রাখেন।

মিলন মেলায় কয়েক শতাধিক নির্যাতিত পরিবারের সদস্যরা অংশ নেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন