সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দেশ

জুঁই হত্যার প্রতিবাদে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫:১০:৫০

195
  • ছবি : নিউজজি

লালমনিরহাট: হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় গৃহবধূ জুঁই খাতুন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ শেখ সুন্দর গ্রামে স্বামী আলী হোসেনের হাতে নির্মম হত্যার শিকার হয় জুঁই খাতুন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুঁই খাতুনের সাথে সানিয়াজান ইউনিয়নের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে বিভিন্ন সময় পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন বিকেলে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় জুঁই খাতুনের মৃত্যুর খবর আসে।

পরিবারের অভিযোগ, জুঁই খাতুনকে হত্যা করা হলেও পুলিশ তাদের না জানিয়ে একটি ইউডি মামলা দায়ের করে, যা আসামিকে রক্ষার প্রচেষ্টা বলে মনে করছেন স্বজনরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে।

প্রায় ৩ ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দুলাল হোসেন ও হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে।

এ ঘটনায় এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন নিহতের পরিবার। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন