শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

দেশ

আমতলীতে অগ্নিকাণ্ডে ১৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধি ২৫ জানুয়ারি, ২০২৫, ১৭:০৪:২৫

49
  • ছবি : নিউজজি

বরগুনা: আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা। শুক্রবার (২৪ জানুয়ালি) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারের ফারুক মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসে। পরে স্থানীয়দের নিয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে বাজারের অলি উল্লাহ, মহসিন গাজী, ফারুক গাজী, অনিল দাশ, সবুজ, রমেশ, সাইদুল, নাশির, রিপন, খলিল, সাত্তার ও নিজাম বিশ্বাসের বসত ঘরসহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা। তবে আগুনের সুত্রপাত সনাক্ত করতে পারেনি আমতলী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

কসমেটিক্স ব্যবসায়ী অলি উল্লাহ বলেন, আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ বাজারের নিজাম বিশ্বাসের বসতঘরসহ ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো বলেন, আমার দোকানের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ নিজাম বিশ্বাস বলেন, আমার সব শেষ হয়ে গেছে। বসতঘরসহ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমার এখন পথে বসা ছাড়া উপায় নেই। 

স্থানীয় ইউপি সদস্য মো. বশির মিয়া বলেন, রাত সাড়ে ১১টার দিকে ফারুক মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এতে বসতঘরসহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

আমতলী ফায়ার সার্ভিসের লিডার গোলাম মোস্তফা জানান, দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সুত্রপাত সনাক্ত করতে পারিনি। 

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সহায়তা করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন