শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

দেশ

উদ্ধার হওয়া ৪টি গরু নিয়ে বিপাকে আমতলী থানা পুলিশ

আমতলী (বরগুনা) প্রতিনিধি ২৫ জানুয়ারি, ২০২৫, ১২:২৮:৪২

59
  • ছবি : নিউজজি

বরগুনা: অভিযানে উদ্ধার হওয়া ৪টি গরু নিয়ে বিপাকে পরেছে আমতলী থানা পুলিশ। অভিভাবক না পেয়ে গত ২ মাস ধরে থানার অভ্যান্তরে পুলিশ এগুলো লালন পালন করছেন। দ্রুত এ গরুগুলো সনাক্ত করে নেয়ার দাবি জানিয়েছেন ওসি মো. আরিফুল ইসলাম আরিফ।

জানা গেছে, আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে গরু চুরি বৃদ্ধি পায়। গরু চোরদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। গত ১ ডিসেম্বর আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার থেকে ৪টি গরুসহ চোর লিটন ঢালিকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য মতে আমতলী ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার বিভিন্ন এলাকা থেকে আরো ১০টি গরু উদ্ধার করা হয়। এ গরু গুলোর মধ্যে ১০টি গরু আমতলী, তালতলী ও ভান্ডারিয়া উপজেলার অভিভাবকরা সনাক্ত করে নিয়ে যায়। অবশিষ্ট ৪টি গরু প্রায় ২ মাস পেরিয়ে গেলেও কেউ সনাক্ত করতে আসেনি। এতে এ গরু ৪টি নিয়ে বিপাকে পরেছে আমতলী থানা পুলিশ। অভিভাবক না পেয়ে থানার অভ্যান্তরে সামিয়ানা টানিয়ে গরু ৪টি লালন পালন করছে থানা পুলিশ।

আমতলী থানার এসআই মো. আজিজুর রহমান জানান, ৪টি গরুর কোনো মালিক খুজে পাচ্ছি না। নিরুপায় হয়ে লালন পালন করতে হচ্ছে।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ জানান, গত দুই মাস ধরে ৪টি গরু কেউ সনাক্ত করে নিতে আসেনি। গরুগুলোকে থানায় বাউন্ডারীর মধ্যে সামিয়ানা টানিয়ে লালন পালন করতে হচ্ছে। তিনি আরো বলেন, আদালতের আদেশের অপেক্ষায় আছি। আদেশ পেয়ে তদানুসারে ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন