শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

দেশ

আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

নিউজজি ডেস্ক ২৫ জানুয়ারি, ২০২৫, ১১:৩৩:২২

52
  • ছবি : সংগৃহীত

ঢাকা: গণতন্ত্র আন্দোলনের সকল আত্মত্যাগীদের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার পূর্বলন্ডনের ব্রিকলেন মসজিদে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি মা বেগম খালেদা জিয়া ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্যও সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

তারেক রহমান বলেন, “আমার মা দেশনেত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন, সবাই তাঁর জন্য দোয়া করবেন। আমার ভাই কোকোও আমাদের স্মরণে আছেন, তার জন্যও প্রাণভরে দোয়া করবেন।”

তিনি আরও বলেন, “গত ৫ আগস্টের পর বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, পর্যায়ক্রমে তাতে আরও অনেক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা আরও বাড়বে। আমাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।”

এছাড়া, তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদেরও স্মরণ করেন এবং সবাইকে মুক্তিযুদ্ধের সকল আত্মত্যাগীদের উদ্দেশ্যে দোয়া করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন