রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

দেশ

ঢাবিতে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

নিউজজি ডেস্ক ২২ জানুয়ারি, ২০২৫, ১৭:২৫:৪৪

54
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগ সংলগ্ন ফুটপাতের মেহগনি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকা যুবকের পরিচয় মিলেছে। ওই ব্যক্তির নাম আবু সালেহ। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তার পরিচয় শনাক্ত করা গেছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে থাকা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। তার নাম আবু সালেহ। বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

এর আগে, বুধবার (২২ জানুয়ারি) সকালে ঢা‍বিতে গাছে ফাঁস নেয়া অবস্থায় অজ্ঞাতনামা একটি মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

মরদেহের গায়ে ছিল সবুজ রঙের টি-শার্ট ও সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন