বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

দেশ

চাটমোহরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিউজজি ডেস্ক ১৪ ডিসেম্বর, ২০২৪, ১৭:১৪:০৮

52
  • ছবি : সংগৃহীত

ঢাকা: পাবনার চাটমোহরে ইসলামী জলসা শুনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম কল্পনা খাতুন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছা গ্রামের পৈলানপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কল্পনা খাতুন উপজেলার চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে ও চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্বজনরা জানায়, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়া গ্রামে ইসলামী জলসায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরে শনিবার সকালে পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচু বাগানে মেয়েটির মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কি না ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন