বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ লাখ টাকার মাদক জব্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১৩ ডিসেম্বর, ২০২৪, ১৭:৫৫:২৩

150
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া ও বিজয়নগরে ২ দিনে ৮ লাখ টাকার মাদক জব্দ করেছে বিজিবি সদস্যরা। ১২ ও ১৩ ডিসেম্বর আজমপুর ও বিষ্ণপুর বিওপির টহল দল এসব মাদক জব্দ করেন।

জানতে চাইলে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০১২/৬-এস, ২০১৩/এমপি ও ২০১৮/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর পশ্চিম কালাছড়া ও বিষ্ণপুর এবং কাশিনগর এলাকায় পৃথক ৩টি অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ বোতল ইস্কফ, ৯৬ কেজি গাঁজা এবং ২ বোতল বিয়ার জব্দ করা হয়। যার সিজার মূল্য ৮ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। পরে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন