বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

দেশ

পবায় পুকুর থেকে পাহারাদারের মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি ১৩ ডিসেম্বর, ২০২৪, ১৭:৪৭:৪৪

70
  • পবায় পুকুর থেকে পাহারাদারের মরদেহ উদ্ধার

রাজশাহী: পবা উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় মো. ইব্রাহিম নামে এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ওই পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। তাকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

নিহত মো. ইব্রাহিমের বাড়ি পবার পারিলা ইউনিয়নের বামনশিকড় পুরাপুকুর গ্রামে। তিনি গ্রামের একটি পুকুর পাহারা দিতেন।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক জানান, পানি থেকে মরদেহ তুলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। তখন নিহত ইব্রাহিমের শরীরে কিল-ঘুষির আঘাত লক্ষ্য করা গেছে।

তিনি বলেন, হয়তো চোরের দল পুকুরে মাছ চুরি করতে এসেছিল। ইব্রাহিম বুঝে ফেলায় তাকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছে। এটা আমাদের প্রাথমিক ধারণা। তদন্তের পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন