বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

দেশ

বাউফলে নলেজ শেয়ারিং-জন সমবায় গ্রপের সম্পর্ক উন্নয়ন সভা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ১৩ ডিসেম্বর, ২০২৪, ১৬:৩১:২৯

53
  • ছবি : নিউজজি

পটুয়াখালী: বাউফলে জন সমবায় গ্রুপের সাথে স্থানীয় সেবামূলক প্রতিষ্ঠানের নলেজ শেয়ারিং ও সর্ম্পক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এএলআরডি (মিজেরিয়া) প্রকল্পের সহযোগিতায় স্পিড ট্রাস্ট আয়োজনে ১৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় স্পিড ট্রাস্ট ফিল্ড অফিস বিলবিলাস আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া রিলেশন অফিসার দেবাশীষ কুমার রায়, কৃষি ব্যাংক প্রতিনিধি নজরুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ার হোসেন খান, কৃষি উদ্যোক্তা নাসির উদ্দিন খান।

উজ্জীবক সাইফুল ইসলাম উপস্থাপনায় সভায় জন সমবায় গ্রুপ কার্যক্রম এবং বিএলআরআই প্রশিক্ষণ অভিজ্ঞতা শেয়ার করেন গ্রুপ নেতা খাদিজা বেগম। সম্প্রতি ময়মনসিংহ জয়নাল উদ্যানে আয়োজিত মেলা অভিজ্ঞতা বিনিময় করেন স্পিড ট্রাস্ট সালমা বেগম।

প্রান্তিক গ্রামীণ ভূমিহীনদের ভূমিস্বত্ব এবং সরকারি পরিষেবা প্রকল্প অধীনে জন সমবায় গ্রুপ সদস্যদের স্থানীয় সরকারি প্রতিষ্ঠান সাথে নলেজ শেয়ারিং ও সম্পর্ক উন্নয়ন সভা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এ সভায় অনুষ্ঠিত হয়। সভা কৃষি ব্যাংক এবং ব্যাংক হিসাব খোলা, সঞ্চয় প্রক্রিয়া, কৃষি ঋণ বিষয় ধারনা প্রদান করেন। স্থানীয় সরকার ইউপি সেবা সমূহ এবং প্রতিশ্রতি প্রদান করেন। পাশাপাশি বাড়ির আঙ্গিনায় সবজী চাষ এবং যৌথ কৃষি চর্চা সুফল বিষয় আলোচনা করা হয়।

উল্লেখ্য, এএলআরডি (মিজেরিয়া) প্রকল্পের সহযোগিতায় স্পিড ট্রাস্ট চন্দ্রদ্বীপ ইউনিয়নে সুবিধাবঞ্চিত প্রান্তিক গ্রামীণ ভূমিহীনদের ভূমিস্বত্ব এবং সরকারি পরিষেবা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। বাস্তবায়ন কৌশল ১১টি জন সমবায় গ্রুপ সদস্য সাপ্তাহিক বৈঠকের মাধ্যমে ভূমিষত্ব, যৌথ পূজি, সরকারি সেবা গ্রহন এবং কৃষি চর্চা ও বাজারজাতকরণ নিয়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ বাস্তবায়ন করে থাকে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন