বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

দেশ

খাগড়াছড়িতে জিপ গাড়ি উল্টে নিহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি ১৩ ডিসেম্বর, ২০২৪, ১৬:২১:৩৩

67
  • ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি: জিপ গাড়ি উল্টে একজন নিহত হয়েছে। নিহতের নাম মো. মনির হোসেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভাইবোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেনে ভাই-বোন ছড়া ইউনিয়নের পূর্ব মুসলিম পাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে এবং তিনি পেশায় গাড়ি চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাই-বোনছড়া বাজার থেকে জিপ গাড়িটি বাঁশ আনতে যাওয়ার পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মনির হোসেন। তবে মনির হোসেন দুর্ঘটনার শিকার গাড়ির চালক ছিলেন না।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, দুর্ঘটনায় নিহত মনির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন