বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

দেশ

শাহজাদপুরে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৭:২৩

187
  • ছবি : নিউজজি

শাহজাদপুর: উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের গৌরবময় ও সাফল্যের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার পৌর কৃষকদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পরে বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার রঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ বাঘার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আরিফুজ্জামান আরিফ, সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমিন হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. বাতেন সরকার, যুগ্ম-সম্পাদক মো. ফারুক আহমেদ, পৌর কৃষকদলের সভাপতি মো. শহিদুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মো. মামুন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হাসান মানিক প্রমুখ।

অনুষ্ঠান শেষে কেক কাটা, ধানের বীজ ও গাছের চারা বিতরণ করা হয়। সভায়  উপজেলা কৃষক দলসহ বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন